জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত কমিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট https://jnuadmission.com-এ গিয়ে নিজ নিজ প্যানেলে লগইন করে ফলাফল দেখতে পারবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত পরবর্তী সব নির্দেশনা ও সময়সূচি (বিভাগ পছন্দক্রম পূরণ, ভর্তি ফি জমা ইত্যাদি) যথাসময়ে ওয়েবসাইটের নোটিশ সেকশনে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করেছে। বিজ্ঞানের এই ‘এ’ ইউনিটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোতে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.