সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শফিউল ইসলাম। ফেসবুকে এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশের এই পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশনা অনুযায়ী চলতি বিপিএলে খেলছেন না শফিউল।
নিলামের চূড়ান্ত তালিকা থেকে আগেই বাদ পড়েছেন শফিউল, এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতসহ মোট ৭ ক্রিকেটার। ফলে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে ভেড়াতে পারেনি এফ ক্যাটাগরিতে থাকা শফিউলকে।
ফেসবুকে শফিউল লিখেন, ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আমি শাফিউল ইসলাম, আজ থেকে সকল ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল।’
তিনি আরো লিখেন, ‘এই দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড , আমার সকল সতীর্থ, কোচ এবং অগণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা আর দোয়া ছাড়া আজকের শফিউল হওয়া সম্ভব ছিল না। ক্রিকেট মাঠে চলাকালীন অনিচ্ছাকৃতভাবে যদি আমি কারো মনে কষ্ট দিয়ে থাকি বা কেউ যদি আমার ব্যবহারে মনোক্ষুণ্ণ হন, তবে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। নতুন জীবনে পদার্পণ করছি, সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ক্রিকেটের সাথে ছিলাম, ক্রিকেটের সাথেই থাকব। ধন্যবাদ সবাইকে।’
বাংলাদেশের জার্সি গায়ে ১১টি টেস্টে ১৭ উইকেট নিয়েছেন ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা শফিউল। ২০২০ সালের মার্চে জাতীয় দলে শেষবার খেলার আগ পর্যন্ত ৬০টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি খেলেন তিনি। ৬০টি ওয়ানডেতে তার উইকেট ৭০ টি। ২০টি টি-টোয়েন্টিতে তার উইকেট ২০ টি। ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই স্নায়ুক্ষয়ী মুহূর্তে ২৪ বলে অপরাজিত ২৪ রান করে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গ দিয়ে ম্যাচ জেতান শফিউল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.