ভেনিজুয়েলায় হামলা প্রমাণ করে মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র নয়: রফিকুল ইসলাম

মার্কিন বাহিনী কর্তৃক কমান্ডো স্টাইলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভেনিজুয়েলায় হামলাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হামলা সভ্যতা, গণতন্ত্র ও মানবতাবিরোধী। এই হামলা প্রমাণ করে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র নয় বলে মন্তব্য করেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু।

রবিবার (৪ ডিসেম্বর) দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আমেরিকা কর্তৃক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভেনিজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে গিয়ে বন্দী করার প্রতিবাদে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু ও মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিমের নেতৃত্বে ভাসানী জনশক্তি পার্টির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি পুরাতন পল্টন চায়ের গলি থেকে শুরু হয়ে বিজয়নগর, পানির ট্যাংকি, পুরাতন পল্টন হয়ে প্রেসক্লাবে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, মার্কিন বাহিনী কর্তৃক কমান্ডো স্টাইলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভেনিজুয়েলায় যেভাবে হামলা চালানো হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হামলা সভ্যতা বিরোধী, গণতন্ত্র বিরোধী, মানবতা বিরোধী। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা প্রমাণ করে মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র নয়। তিনি অবিলম্বে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে সসম্মানে মুক্তি দেয়ার আহ্বান জানান।

ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম বলেন, ভেনিজুয়েলা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্র। এই রাষ্ট্র যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে তাহলে তার বিচার করার দায়িত্ব জাতিসংঘের। কোনোভাবেই আমেরিকা সরাসরি আক্রমণ করতে পারে না। এই আক্রমণের মাধ্যমে আমেরিকা জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে। জাতিসংঘের উচিত অবিলম্বে আমেরিকার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মুক্ত করা এবং আগ্রাসন চালিয়ে যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল তার বিচার করা। জাতিসংঘ যদি কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘ তার গ্রহণযোগ্যতা হারাবে এবং অকার্যকর হয়ে পড়বে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস, বিলকিস খন্দকার। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান এবং শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম সেলিম, মোশারফ হোসেন, আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী হাসান তপন, দপ্তর সম্পাদক সরফরাজ হোসেন, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রম বিষয়ক সম্পাদক রতন দেওয়ান, মহিলা বিষয়ক সহ সম্পাদক শাহানা বেগমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সমাবেশ শেষে বিক্ষোভ রতন পল্টন মোড়ে এসে শেষ হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.