ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটকের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন ও স্যালুট জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রবিবার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে এ অভিনন্দন জানান নেতানিয়াহু। খবর আল জাজিরা
শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভেনেজুয়েলায় হামলা চালানো এবং আগের রাতে দেশটির শাসক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন।
এক্সে (সাবেক টুইটার) ট্রাম্পকে ট্যাগ করে দেওয়া ওই পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী লিখেন, ‘স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে সাহসী ও ঐতিহাসিক নেতৃত্বের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আপনার দৃঢ় সংকল্প এবং আপনার সাহসী সেনাদের চমৎকার অভিযানের জন্য আমি আপনাকে স্যালুট জানাই।’
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগও এই পদক্ষেপকে স্বাগত জানান। তিনি বিশ্বকে আরও নিরাপদ করতে ‘দৃঢ় নেতৃত্ব’ দেওয়ার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ‘নৃশংস, দুষ্কৃতিকারী ও অস্থিতিশীল সরকারগুলোর বিরুদ্ধে এবং মাদক পাচারের বিপদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বৈশ্বিক লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার’ জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করেন।
এর আগে গতকাল ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, স্থানীয় শুক্রবার রাতে মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলায় ‘বৃহৎ পরিসরের হামলা’ চালায় এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.