বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, নেই জাকের

লিটন দাস চোটে পড়ায় সবশেষ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন জাকের আলী অনিক। ডানহাতি ব্যাটার সেরে উঠতে না পারায় লিটনের পরিবর্তে আফগানিস্তান সিরিজেও বাংলাদেশের অধিনায়ক ছিলেন তিনি। অথচ মাস তিনেক পরে উইকেটকিপার ব্যাটার জাকের জায়গায় পেলেন না বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। লিটনকে অধিনায়ক ও সাইফ হাসানকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব বেশি ভালো করতে পারছেন না জাকের। ২০২৫ সালে ২৬ টি-টোয়েন্টি খেলে ১২৩.৯৩ স্ট্রাইক রেট ও ২২.২৩ গড়ে ৩৭৮ রান করেছিলেন। পুরো বছরে মাত্র একটা হাফ সেঞ্চুরি করেছিলেন ডানহাতি এই ব্যাটার। ধারাবাহিকভাবে রান করতে না পারায় সবশেষ কয়েক মাসে ব্যাপকভাবে সমালোচনা সইতে হয়েছে জাকেরকে। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) প্রত্যাশা মেটাতে পারছেন না তিনি।

লোয়ার অর্ডারে অবশ্য জায়গা ধরে রেখেছেন নুরুল হাসান সোহান। গত বছর ৯ ম্যাচে ১২৩.৭৬ স্ট্রাইক রেট ও ৩১.২৫ গড়ে করেছেন ১২৫ রান। ডানহাতি ‍উইকেটকিপার ব্যাটারের ছিল না কোন হাফ সেঞ্চুরি। বিপিএলে ভালো করে বিশ্বকাপে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। সবশেষ আয়ারল্যান্ড সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে ছিলেন না তিনি। যদিও শেষ ম্যাচে ফেরানো হয় তাকে।

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলে বিশ্বকাপের টিকিট পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ওপেনিংয়ের ভাবনায় তানজিদ হাসান তামিমের সঙ্গে আছেন সাইফ। তিনে লিটন এবং চারে দেখা যাবে পারভেজ হোসেন ইমনকে। মিডল অর্ডারে জায়গাটা ধরে রেখেছেন তাওহীদ হৃদয়। স্পিন বিভাগে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শেখ মেহেদী।

ডানহাতি অফ স্পিনারের সঙ্গে থাকছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। দলের প্রয়োজনে হাত ঘুরাতে পারেন সাইফ ও শামীমও। পেস বোলিংয়ে বাংলাদেশের নেতা মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ৬ ক্রিকেটার নেই আগামী বিশ্বকাপের দলে। বিপিএলে ছন্দে থাকলেও সুযোগ মেলেনি নাজমুল হোসেন শান্তর। টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ায় স্বাভাবিকভাবেই বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ ছাড়া জাকের, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তানভির ইসলাম নেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে। গত বিশ্বকাপে না থাকা সাইফউদ্দিন, সাইফ ও পারভেজ ইমন সঙ্গী হয়েছেন লিটনদের।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইতালি। ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনেই কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। লিটনদের শেষ ম্যাচটি হবে মুম্বাইয়ে। নেপালের বিপক্ষে ম্যাচটি খেলবে ১৭ ফেব্রুয়ারি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড- লিটন দাস, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শরিফুল ইসলাম।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.