হবিগঞ্জে বৈছাআ নেতা মাহদীর স্থায়ী জামিন

শায়েস্তাগঞ্জ থানায় পুলিশের কাজে বাধা ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আটককৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানকে জামিন দিয়েছে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মান্নান এ জামিন মঞ্জুর করেন।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টায় এই জামিন দেন আদালত।

মাহদীর আইনজীবি আব্দুল মালেক হৃদয় জানান, শায়েস্তাগঞ্জ থানার মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানকে আদালতে তোলা হলে বিচারক যুক্তিতর্ক শেষে ২শ টাকা স্ট্যাম্পে মামলার চার্জশিট না হওয়া পর্যন্ত স্থায়ী জামিন দেন।

এরদিন সকাল ৭টায় মাহদী হাসানকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ আদালতে নিয়ে আসে। সকাল পৌনে ১০টায় বিচারক আদালত উঠলে যুক্তিতর্ক শেষে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মাহদী হাসানকে নিয়ে আদালতে জামিনের চেষ্টা করা হয়। কিন্তু বিচারকের সাথে সমন্বয় করতে না পারায় রাতে জামিন শুনানি হয়নি।

উল্লেখ্য, শুক্রবার সকালে শায়েস্তাগঞ্জ থানায় সাবেক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মাহদীর বাদানুবাদ হয়। পরে এর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ মাহদীকে শহরের শায়েস্তানগর এলাকা থেকে গ্রেফতার করে সদর মডেল থানায় হস্তান্তর করে।

এনিয়ে শনিবার রাতভর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে অবস্থান করে বিক্ষোভ করেন। খবর পেয়ে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। রাতভর নেতাকর্মীরা থানার সামনে অবস্থান করে সকাল ৭টায় মাহদীর সঙ্গে আদালত এলাকায় আসেন। পরে সকাল ১০টায় জামিন হলে তাকে নিয়ে যান নেতাকর্মীরা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.