মাদুরো এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট: পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল

নিকোলা মাদুরো এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল।

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে—স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন।

এরপর নিকোলা মাদুরোর স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে নানা আলোচনা চলছিল। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল মন্তব্য করলেন, নিকোলা মাদুরোই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

গণমাধ্যমের খবরে বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশনে পররাষ্ট্রমন্ত্রী গিল বলেন, সংবিধানে সুস্পষ্ট বলা আছে, নির্বাচিত প্রেসিডেন্ট, সংবিধানমতে প্রেসিডেন্ট হলেন নিকোলা মাদুরো। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার মাটিতে মাদুরোর উপস্থিতি নিশ্চিত করতে হবে, কারণ এটি (প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া) আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.