সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বিডি ওয়েল্ডিং

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে বিদায়ী সপ্তাহে (২৮ ডিসেম্বর-০১ জানুয়ারি) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে বিডি ওয়েল্ডিং লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ৩৮ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ২৫ দশমিক ৪৫ শতাংশ। আর তালিকায় তৃতীয় স্থানে ইসলামিক ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৮৬ শতাংশ।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- অ্যাপেক্স স্পিনিং, রিজেন্ট টেক্সটাইল, জেনারেশন নেক্সট, পেনিনসুলা, অ্যারামিট সিমেন্ট, সায়হাম টেক্সটাইল ও বিডি ফাইন্যান্স।

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.