প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা

রপ্তানি প্রসার ও প্রণোদনা দিতে প্রতিবছর সরকার একটি পণ্যকে ‘ইয়ার অব দ্য প্রোডাক্ট’ ঘোষণা করে। তারই ধারাবাহিকতায় ২০২৬ সালের জন্য ‘পেপার অ্যান্ড প্যাকেজিং’ পণ্যকে ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ৪ নম্বর সেক্টরে বাণিজ্য মেলার স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) পঞ্চমবারের মতো বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। শনিবার থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, প্রতিবছর একটি পণ্যকে ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে পণ্যটির উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের জন্য ‘পেপার অ্যান্ড প্যাকেজিং’ পণ্যকে ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.