ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনা অনুযায়ী আসন্ন ২০২৬ আইপিএল মৌসুমের আগেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাদ পড়লেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার বক্তব্যের কয়েক ঘণ্টা পরই শনিবার (৩ জানুয়ারি) কলকাতা মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে বলে উল্লেখ করেছে ইএসপিএন ক্রিকইনফো। সেইসাথে
এর আগে দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিসিয়াল পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেকেআর। আর এতেই নিশ্চিত হয় ২০২৬ আইপিএলে আর খেলছেন না বাংলাদেশি এই কাটার মাস্টার। নিজেদের সোশ্যাল মিডিয়ায় মোস্তাফিজ সংক্রান্ত আগের সমস্ত পোস্ট, ছবি ও ভিডিও সরিয়ে ফেলে ফ্র্যাঞ্চাইজিটি।
শাহরুখ খানের দল জানিয়েছে, বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে (মুস্তাফিজ) ছেড়ে দেওয়া হয়েছে।
গত কয়েকদিন ধরেই মোস্তাফিজের আসন্ন আইপিএলে খেলা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো তাকে বাদ দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল। যার রেশ ধরে আজ (শনিবার) সকালে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনার কথা জানান। কলকাতাও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল, মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই।
ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মোস্তাফিজের চুক্তিকে ঘিরে বিতর্ক তৈরি হয়। এই প্রেক্ষাপটে ২০২৬ আইপিএলে মোস্তাফিজের অংশগ্রহণ নিয়েও ভারতে কেউ কেউ প্রশ্ন তোলেন। যদিও বিসিসিআই শুরুতে ‘প্রতীক্ষা ও পর্যবেক্ষণ’ নীতি অবলম্বন করেছিল।
উল্লেখ্য, এবারই প্রথম কলকাতার হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ। আইপিএলে এর আগে ৫টি দলের হয়ে ৮ মৌসুম আইপিএলে খেলেছেন ৩০ বছর বয়সী বাঁহাতি এ পেসার। সব মিলিয়ে আইপিএলে ৬৫ উইকেট নিয়েছেন তিনি। ২০১৬ সালে নিজের অভিষেক মৌসুমে আসরের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন মোস্তাফিজ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.