সিএমজেএফের নতুন সভাপতি মনির, সাধারণ সম্পাদক রাসেল

পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মনির হোসেন।ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আহসান হাবীব রাসেল সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার (২ জানুয়ারি) ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কমিটি নির্বাচন করা হয়।

নির্বাচনে সভাপতি পদে মনির হোসেন ৪৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সংগঠনের বর্তমান সভাপতি গোলাম সামদানী ভুঁইয়া পেয়েছেন ৩২ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া আহসান হাবীব রাসেল পেয়েছেন ৪৮ ভোট। এ পদের অপর প্রার্থী জুনায়েদ শিশির পেয়েছেন ৩২ ভোট।

সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন বাবুল বর্মণ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এস এম নুরুজ্জামান তানিম।

সহ-সাধারণ সম্পাদক পদে মাহফুজ ইসলাম এবং দফতর সম্পাদক পদে ওবায়দুর রহমান।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন, সাজ্জাদ হোসেন, সুশান্ত সিনহা, মোস্তাফিজুর রহমান এবং এস এম জাকির হোসেন।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.