ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) ফ্লাইটগুলো ডাইভার্ট করা হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, ঘন কুয়াশাজনিত কারণে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট নিরাপদ উড্ডয়নের স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে, চার টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, চারটি কলকাতা বিমানবন্দরে, একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.