বছরের প্রথম দিনে ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৭৬ জন

বছরের প্রথমদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন। এর আগের দিন বুধবারও ডেঙ্গুতে কেউ মারা যায়নি, তবে আক্রান্ত হয়েছিলেন ৬৮ জন।

ডিসেম্বর মাসজুড়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১ জনের এবং আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৬৪ জন। ফলে সব মিলিয়ে গত বছরে ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে, যেখানে মারা গেছেন ১৯৪ জন।

গত বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জনে। এর মধ্যে শুধু নভেম্বর মাসেই মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৫৩৫ জন। আক্রান্তের শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ, যেখানে মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫৫১ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন রোগী ভর্তি হয়েছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.