যুক্তরাষ্ট্রের চাপে পড়ে অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও মিসর সীমান্তবর্তী রাফা সীমান্ত ক্রসিং খুলে দিতে যাচ্ছে দখলদার ইসরায়েল। ২০২৪ সালে এই ক্রসিং দখল করে ইসরায়েলি সেনারা।
ইসরায়েলি গণমাধ্যমগুলো আজ বৃহস্পতিবার জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন। এরপর ক্রসিংটি খুলে দেওয়া হবে।
গণমাধ্যম গতকাল বুধবার জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে এ ব্যাপারে চাপ দিয়েছেন।
গাজাবাসীর জন্য বহির্বিশ্বে যাওয়ার একমাত্র পথ রাফা ক্রসিং। এই ক্রসিং দিয়ে গাজার মানুষ প্রথমে মিসরে যান। এরপর অন্য কোনো দেশে যেতে পারেন তারা।
২০২৪ সালের মে মাসে ইসরায়েলি সেনারা রাফা ক্রসিংয়ের গাজা প্রান্ত দখল করে ফেলে। ওই সময় ক্রসিংয়ের ভবনসহ অন্যান্য জিনিসপত্র ধ্বংস করে তারা। এতে করে গাজার মানুষের জন্য মানবিক বিপর্যয় তৈরি হয়। বিশেষ করে রোগীরা ভোগান্তিতে পড়েন। তারা উন্নত চিকিৎসার জন্য এতদিন কোথাও যেতে পারছেন না।
গণমাধ্যম জানিয়েছে, রাফা ক্রসিং দখলের মাধ্যমে গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো গাজার সীমান্ত ক্রসিংয়ের সরাসরি নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল।
গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই সময়ই রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু চুক্তি ভঙ্গ করে এতদিন ধরে এটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইসরায়েলি সেনারা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.