মুস্তাফিজকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিসিআই

২০২৫ সালের ৫ আগস্ট আওয়ামী লিগ সরকারের পতনের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ উত্তপ্ত। এর প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। ২০২৬ আইপিএলের নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এরপর থেকেই দেশটিতে শুরু হয় তোলপাড়। অনেকেই মুস্তাফিজের জন্য কলকাতার ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন। এমন অবস্থায় নড়েচড়ে বসেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

সম্প্রতি ইনসাইডস্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আমরা বুঝি এটি একটি স্পর্শকাতর বিষয়। কূটনৈতিক পরিস্থিতির ওপর আমাদের নজর আছে এবং আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। তবে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। বাংলাদেশ আমাদের শত্রু রাষ্ট্র নয়। তাই নিয়ম অনুযায়ী মুস্তাফিজের আইপিএল খেলতে কোনো বাধা নেই।

মুস্তাফিজ দল পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ভারতের একাংশের ক্রিকেট সমর্থকরা। এমনকি কিছু উগ্র ধর্মীয় নেতাও মুস্তাফিজের আইপিএল খেলাকে ভালো চোখে দেখছেন না। ভারতের উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা দিয়েছেন।

মুস্তাফিজকে বিমানবন্দরে পা রাখতে না দেয়ার হুমকি দিয়ে তিনি বলেন, ‘মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে বিমানবন্দরের বাইরে পা রাখতে দেয়া হবে না, এটাই আমার শপথ। শাহরুখ খানের মতো গাদ্দারদের বিষয়টি বুঝে নেওয়া উচিত।’

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.