খালেদা জিয়ার প্রয়াণে এমসিসিআই গভীরভাব শোকাহত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীরভাব শোকাহত। তাঁর মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায়ের অবসান ঘটিয়েছে। তিনি নেতৃত্ব, সহনশীলতা ও জাতীয় প্রভাবের এক অনন্য ধারাবাহিকতা রেখে গেছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এমসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাধীন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক ধারা গঠনে এক চূড়ান্ত ভূমিকা পালন করেছেন। সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের পরবর্তী এক সংকটময় সন্ধিক্ষণে তিনি অত্যন্ত সাহসিকতা ও দৃঢ়তার সাথে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন এবং জাতিকে কঠিন রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যান। তাঁর নেতৃত্ব ছিল দেশের সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা ও বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতি এক অবিচল অঙ্গীকারের প্রতিফলন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি প্রতিকূলতার মুখে অসাধারণ সংকল্প, ব্যক্তিগত ত্যাগ এবং অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। নানা পরীক্ষা ও চড়াই-উতরাই সত্ত্বেও জাতীয় রাজনীতিতে তাঁর অবিচল সম্পৃক্ততা জনসেবা ও গণতান্ত্রিক শাসনের প্রতি তাঁর নিবেদনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বেগম খালেদা জিয়ার অবদান কেবল জাতীয় নেতৃত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; তিনি রাজনীতির সর্বোচ্চ স্তরে নারীদের অংশগ্রহণের এক মূর্তপ্রতীকে পরিণত হয়েছিলেন, যা দেশ ও বিদেশের কয়েক প্রজন্মের নারীদের অনুপ্রাণিত করছে।

তাঁর প্রয়াণ তাঁর পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশজুড়ে সেই কোটি কোটি মানুষের হৃদয়ে গভীরভাবে অনুভূত হবে, যারা তাঁর নেতৃত্ব ও দেশপ্রেমিক সত্তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। এই শোকাবহ মুহূর্তে, মেট্রেপলিট্যার চেম্বার অফ কমার্স এণ্ড ইণ্ডাষ্ট্রী, ঢাকা-এর সদস্যবৃন্দ তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, তাঁর রাজনৈতিক দল এবং যারা তাঁর মৃত্যুতে শোক পালন করছেন, তাঁদের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং প্রার্থনা করছি যেন এই জাতিকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও মর্যাদার সাথে তাঁর অবদান স্মরণ করার আল্লাহ শক্তি দান করেন।

আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.