৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ৪৬তম বিসিএসের আগামী ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, মঙ্গলবার ভোর ৬টায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) উপলক্ষে সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এমতাবস্থায়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৪৬তম বিসিএসের যে মৌখিক পরীক্ষা ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

পিএসসি আরও জানায়, স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

খালেদা জিয়া পুরো দেশকে শোকের সাগরে ভাসিয়ে আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সময় তার পাশে ছিলেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠজনেরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.