মেট্রোরেলের ট্রিপ বাড়ানো হলো বুধবার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) মেট্রোরেলের ট্রিপ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আললের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সরকার আগামীকাল বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় মেট্রোরেল সাধারণত ছুটির দিনের সময়সূচি (হেডওয়ে) অনুযায়ী চলার কথা ছিল। তবে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা মানুষের ব্যাপক ভিড় বিবেচনায় নিয়ে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন, জানাজায় অংশগ্রহণকারী যাত্রীদের চাপ সামাল দিতে আমরা মেট্রোরেলের ট্রিপ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সাধারণত সরকারি ছুটির দিনে ট্রেনের সংখ্যা কম থাকলেও আগামীকাল বিশেষ প্রয়োজন অনুযায়ী সেবা সমন্বয় করা হবে। যাতায়াত স্বাভাবিক রাখতে এবং স্টেশনে বিশৃঙ্খলা এড়াতে ডিএমটিসিএল সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.