এমটিবি ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগে ‘স্বপ্নসারথি’ সাইকেল বিতরণ

ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমটিবি ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্কুলের সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

‘স্বপ্নসারথি (দ্য ড্রিম চ্যারিয়ট)’ কর্মসূচির আওতায় আয়োজিত এ উদ্যোগের মূল প্রতিপাদ্য— “স্কুলে যেতে দূরত্ব যেন বাধা না হয়”—এর মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৩, ৪, ৫ এবং ১০ অর্জনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী, এমটিবি চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল হেড মোহাম্মদ ইসহাক, হোলসেল ব্যাংকিং ডিভিশন–৩ এর ডিভিশনাল হেড সৈয়দ মাহমুদ আখতার, এমটিবি সিডিএ অ্যাভিনিউ শাখার ব্যবস্থাপক মাইফুল আখতার, এমটিবি চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার ব্যবস্থাপক মোঃ কামাল হোসেন, এমটিবি নাজুমিয়া হাট এসএমই/এগ্রি শাখার ব্যবস্থাপক কাজী মোঃ রেজাউল করিম, এমটিবি রাহ্তারপুল শাখার ব্যবস্থাপক মোঃ ইফতেখার আহমেদ এবং এমটিবি বাঁশখালী উপশাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবুল হাশেম।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.