বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা এবং এ সময়ের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়াত নেত্রীর প্রতি ‘যথাযথ গাম্ভীর্য এবং সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা; প্রদর্শনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই শোক পালন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে বলেও জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়া বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেমিনারসহ অন্যান্য কর্মসূচি আয়োজন করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সব হল, হোস্টেল এবং আবাসিক এলাকার মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যেখানে তার রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে। ‘অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এতে আরও বলা হয়, আগামীকাল জোহরের নামাজের পর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ সহজ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.