পুঁজিবাজারের তালিকাভুক্ত দি পেনিনসুলা চিটাগং পিএলসি’র ২৩তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম ভাটিয়ারী গলফ ক্লাব-এ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান মোস্তফা তাহের আরশাদ।
কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
নির্বাহী কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উর রহমান, পরিচালক মোঃ সাবেদুর রহমান, পরিচালক দারিউস ফারিস রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ডঃ ফসিউল আলম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ডঃ সুলতান আহমেদ, স্বতন্ত্র পরিচালক প্রফেসর আক্তার জাহান প্রমুখ।
উক্ত সভায় সবার সম্মতিক্রমে নিম্নোক্ত আলোচ্য সূচী সমুহ অনুমোদন হয়েছে।
আলোচ্যসূচী- ১ঃ “কোম্পানীর ২৩তম বার্ষিক সাধারণ সভায় ৩০শে জুন ২০২৫ ইং তারিখে সমাপ্ত অর্থ বছরের পরিচালকমন্ডলীর প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব বিবরনী ও ইহার উপর নিরীক্ষকগণের প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হলো।’’
আলোচ্যসূচী- ২ঃ “কোম্পানীর পরিচালকবৃন্দের সুপারিশকৃত ৩০শে জুন, ২০২৫ ইং সমাপ্ত অর্থ বছরে ০.৫০% লভ্যাংশ কোম্পানীর ২৩তম বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হলো।”
আলোচ্যসূচী- ৩ঃ “কোম্পানীর পরিচালনা পর্ষদ কর্তৃক নতুন মনোনীত পরিচালক হিসেবে ইনভস্টেমন্টে র্কপোরশেন অব বাংলাদশেরে ব্যবস্থাপনা পরিচালক নরিঞ্জন চন্দ্র দবেনাথকে ২৭শে এপ্রলি ২০২৫ ইং তারিখে বোর্ড সভার প্রস্তাবনা অনুযায়ী নিয়োগ অনুমোদন করা হলো।”
“কোম্পানীর পরিচালনা পর্ষদ কর্তৃক নতুন পরিচালক হিসেবে মোঃ সাবদেুর রহমানকে ২৭শে অক্টোবর ২০২৫ ইং তারিখে বোর্ড সভার প্রস্তাবনা অনুযায়ী নিয়োগ অনুমোদন করা হলো।”
আলোচ্যসূচী- ৪ঃ “অদ্য ৩০শে ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত দি পেনিনসুলা চিটাগং পএিলসি এর ২৩তম বার্ষিক সাধারণ সভায় প্রফসের আক্তার জাহানকে কোম্পানীর নতুন স্বতন্ত্র পরিচালক হসিবেে নিয়োগ এবং অনুমোদন করা হলো।”
আলোচ্যসূচী- ৫ঃ “অদ্য ৩০শে ডিসেম্বর, ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত দি পেনিনসুলা চিটাগং পএিলসি এর ২৩তম বার্ষিক সাধারণ সভায় মাহবুব উর রহমানকে এবং আয়শো সুলতানাকে কোম্পানীর পরিচালক হিসাবে পুণঃনিয়োগ অনুমোদন করা হলো।”
আলোচ্যসূচী- ৬ঃ “মেসার্স হুদাভাসী চৌধুরী এন্ড কোং, চার্টাড একাউন্টেন্ডকে আগামী ২০২৫-২০২৬ হিসাব বছরের জন্য টাকা ৩ লাখ ৪৫ হাজার টাকা ভ্যাটসহ পারিশ্রমিকে দি পেনিনসুলা চিটাগং পএিলসি এর বিধিবদ্ধ নিরীক্ষক হিসাবে নিয়োগ অনুমোদন করা হলো।”
আলোচ্যসূচী- ৭ঃ “মেসার্স এম এম রহমান এন্ড কোং, চার্টাড একাউন্টেন্ডকে আগামী ২০২৫-২০২৬ হিসাব বছরের জন্য কর্পোরেট গভর্ন্যান্স কমপ্লাইয়েন্স অডিটর হিসাবে বার্ষিক টাকা ৮৬ হাজার ২৫০ টাকা ভ্যাট সহ পারিশ্রমিকে নিয়োগ অনুমোদন করা হলো।”
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.