দেশের পেট্রোল পাম্প মালিকদের জন্য বিশেষায়িত গ্রিন ফাইন্যান্সিং সুবিধা চালুর লক্ষ্যে প্রাইম ব্যাংক পিএলসি ও ফ্লোকো বাংলাদেশ লিমিটেড একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে চুক্তি স্বাক্ষরিত হয়, যা খুচরা জ্বালানি খাতে পরিবেশবান্ধব ও টেকসই কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
সোমবার (২৯ ডিসেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংক যোগ্য পেট্রোল পাম্প মালিকদের নকশাকৃত গ্রিন ফাইন্যান্সিং সমাধান প্রদান করবে। এর মাধ্যমে পাম্প মালিকরা আধুনিক ফুয়েল ট্যাংক পরিষ্কারকরণ, স্লাজ অপসারণ ও বাষ্প নির্গমন হ্রাস প্রযুক্তি বাস্তবায়ন করতে পারবেন, ব্যায়বহুল প্রাথমিক বিনিয়োগ ছাড়াই। উদ্যোগটি বাংলাদেশের জাতীয় টেকসই উন্নয়ন লক্ষ্য ও পরিবেশগত সম্মতি নিশ্চিত করতে সহায়ক হবে এবং পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।
সমঝোতা স্মারকে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং ফ্লোকো বাংলাদেশের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর তৌহিদ ইফতাখার হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ভারপ্রাপ্ত এসএমই বিজনেস প্রধান মোহাম্মদ আমিনুর রহমান, এস বিজনেস ও রিফাইন্যান্স বিভাগের প্রধান শেখ নূর আলম, ফ্লোকো বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মারুফ আলম এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
প্রাইম ব্যাংক ও ফ্লোকো বাংলাদেশ উন্নত পরিবেশবান্ধব প্রযুক্তি ও সহজলভ্য অর্থায়নের মাধ্যমে দেশের জ্বালানি খাতে পরিবেশগত দায়বদ্ধতার নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.