রাজধানীর গুলশান ও বনানী এলাকার সিসা লাউঞ্জগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এই আদেশের ফলে সিসা লাউঞ্জ ও বারগুলোতে আইনি অভিযান চালাতে আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার (২৯ ডিসেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
এর আগে গুলশান ও বনানীর চারটি সিসা লাউঞ্জ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ ওইসব প্রতিষ্ঠানে সিসা ব্যবহারে বাধা না দিতে এবং অভিযান না চালাতে সাময়িক নিষেধাজ্ঞা প্রদান করেছিলেন। হাইকোর্টের সেই আদেশকে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। সোমবার চেম্বার জজ আদালত হাইকোর্টের সেই আদেশটি স্থগিত করে দেন, যার ফলে পুনরায় অভিযান পরিচালনার পথ উন্মুক্ত হয়।
আইনজীবীরা জানান, দীর্ঘদিন ধরে সিসা লাউঞ্জগুলোতে উঠতি বয়সী তরুণ-তরুণীদের যাতায়াত ও মাদকাসক্তির অভিযোগ থাকলেও আইনি জটিলতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ অনেক ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারছিল না। তবে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-তে সিসাকে সরাসরি মাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন আইন অনুযায়ী, সিসা সংশ্লিষ্ট অপরাধ প্রমাণিত হলে আসামিকে সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.