স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারে, সেদিকে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে।
তিনি বলেন, সীমান্তে চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে। সীমান্তে আইন রক্ষার্থে জেলা প্রশাসনের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় শহীদ শাকিল আহমেদ হলে বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সামনে জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে সকল ধরনের প্রস্তুতি এবং প্রশিক্ষণ নেয়ার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক রক্ষায় কৌশলী ভূমিকা পালন করার জন্য বিজিবি সদস্যদের পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, ‘আপনারা জানেন সামনে নির্বাচন কিন্তু সময় খুব কম। এই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হয় সেজন্য আপনাদের সকল প্রস্তুতি নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। আমি বিশ্বাস করি আপনারা এই জাতিকে একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন।
সীমান্তে চোরাকারবারী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা আদায় করতে হবে। যে সকল কর্মকর্তা কর্মচারীরা ও মাদককারবারী সাহায্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না।’



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.