এআই খাতের প্রসারে ১০ লাখ নতুন কর্মী নেবে আমিরাত

প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তি বা এআই খাতের দ্রুত প্রসারের ফলে ২০৩০ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ১০ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সাম্প্রতিক এক দক্ষতা পূর্বাভাস প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর গণমাধ্যম।

প্রতিবেদনটির তথ্যানুযায়ী, আমিরাতের অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ডিজিটাল রূপান্তরের কারণে শ্রমবাজারে কর্মীর চাহিদা বৃদ্ধি পাবে। সফটওয়্যার কোম্পানি সার্ভিসনাউ ও শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান পিয়ারসন যৌথভাবে এ বিশ্লেষণধর্মী প্রতিবেদনটি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত প্রযুক্তি ও এআই ব্যবহারে আগ্রহী। দেশটি তাদের সেবা ডিজিটাল করার প্রচেষ্টায় ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন, শিক্ষা ও খুচরা বিক্রয় খাতে নতুন কর্মসংস্থান তৈরি করছে। এতে আমিরাতের শ্রমশক্তি ১২.১ শতাংশ বৃদ্ধি পাবে, যা যুক্তরাষ্ট্রের ২.১, যুক্তরাজ্যের ২.৮ এবং ভারতের ১০.৬ শতাংশের তুলনায় অনেক বেশি। এআই খাতের পাশাপাশি অর্থায়ন, স্বাস্থ্যসেবা, জ্বালানি ও ইউটিলিটি খাতেও কর্মসংস্থান বাড়বে।

গবেষণায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি ও জাপানের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, এআই শ্রমবাজারে বিশৃঙ্খলা তৈরি করবে বা প্রবৃদ্ধি কমাবে, এ ধারণা সঠিক নয়।

সার্ভিসনাউ-এর কর্মকর্তা উইলিয়াম ও’নিল বলেন, ভবিষ্যতের কাজ মানুষ ও এআইয়ের সমন্বিত প্রচেষ্টার ওপর নির্ভর করবে।

২০৩০ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানগুলোতে ৯১ হাজারেরও বেশি প্রযুক্তি বিশেষজ্ঞ প্রয়োজন হবে। বিশেষ করে সার্চ মার্কেটিং কৌশল, প্রোগ্রামিং ও কম্পিউটার সিস্টেম অ্যানালিসিসে দক্ষ কর্মীর চাহিদা থাকবে। খনিজ তেলের ওপর নির্ভরতা কমিয়ে দেশটি অর্থনীতি বহুমুখী করতে ও এআই খাতে নেতৃত্ব দিতে উদ্যোগ নিয়েছে।

এর ফলে মাইক্রোসফট, এনভিডিয়া ও ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠান বিনিয়োগ করছে। দেশটি আবুধাবিতে এআই ক্যাম্পাস ও ডাটা সেন্টার তৈরির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গেও কাজ করছে। জরিপ করা ১০টি দেশের মধ্যে ৮টিতে অতিরিক্ত কর্মীর চাহিদা দেখা যাবে। জার্মানি ও জাপানের ক্ষেত্রে জনসংখ্যা পরিবর্তন ও ধীর প্রবৃদ্ধির কারণে শ্রমশক্তি সংকুচিত হতে পারে।

যদিও যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের মধ্যে এআই নিয়ে কিছু শঙ্কা আছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী ২০ বছরে এর প্রভাব ইতিবাচক হবে। তবে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণকারী প্রযুক্তি বা এজেন্টিক এআই কিছু খাতের প্রচলিত কর্মক্ষেত্র প্রভাবিত করতে পারে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.