দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১ডিসেম্বর-২৪ ডিসেম্বর) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩২ দশমিক ৪৩ শতাংশ। গত সপ্তাহে দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে ফারইস্ট ফাইন্যান্সের। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ১২ দশমিক ১২ শতাংশ। আর তৃতীয় স্থানে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠানটির দর কমেছে ১২ শতাংশ।
পরবর্তী অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলোর দর কমেছে সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স, ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড, রেনউইক যজেনশ্বর, ইন্টারন্যাল লিজিং, বেক্সিমকো সুকক এবং ইউনিয়ন ক্যাপিটাল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.