দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১ডিসেম্বর-২৪ ডিসেম্বর) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৮৬ শতাংশই ছিল বিএসসির দখলে। আর দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম কটন। কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন ছিল ১২ কোটি ৩৮ লাখ টাকা, যা বাজারের মোট লেনদেনের ৩ দশমিক ৪৫ শতাংশ।
আর তৃতীয় স্থানে রয়েছে সিমটেক্স। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে ১০ কোটি ৩৬ লাখ টাকা লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২ দশমিক ৮৯ শতাংশ।
পরবর্তী অবস্থানে থাকা কোম্পানিগুলোর লেনদেনের পরিমাণ হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, লাভেলো আইসক্রীম, রহিমা ফুড, মুন্নু ফেব্রিক্স, ফাইন ফুড এবং স্কয়ার ফার্মা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.