সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে শাহজালাল ইসলামী ব্যাংক পারপেচুয়াল বন্ড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১ডিসেম্বর-২৪ ডিসেম্বর) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে শাহজালাল ইসলামী ব্যাংক মুদারাবা পারপেচুয়াল বন্ড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহের ব্যবধানে বন্ডটির দর বেড়েছে ৫৪ দশমিক ৫৫ শতাংশ। আগের সপ্তাহে বন্ডটির ক্লোজিং দর ছিল ৪ হাজার ৪০০ টাকা, যা বিদায়ী সপ্তাহে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৮০০ টাকায়।

দ্বিতীয় স্থানে রয়েছে রহিম টেক্সটাইল। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ৯৬ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে রহিমা ফুড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৬ দশমিক ০৫ শতাংশ।

পরবর্তী অবস্থানে থাকা কোম্পানিগুলোর দর বৃদ্ধি পেয়েছে আরএসএম স্টিল, অ্যাপেক্স ফুড, বিডি ওয়েল্ডিং, বে লিজিং, মুন্নু এগ্রো, রিজেন্ট টেক্সটাইল এবং জেনারেশন নেক্সট।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.