বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে আজ দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) যাবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভোটার হতে যাবেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ‘আমাদের ভাইস চেয়ারম্যান দুপুর ১২টায় নির্বাচন ভবনে ভোটার হতে যাবেন। সেখান প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে।’
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। বিএনপি আগেই জানিয়েছে শনিবার (২৭ ডিসেম্বর) তিনি ভোটার হবেন। এর আগে, দলটির পক্ষ থেকে তারেক রহমানকে বগুড়া-৬ আসনের মনোনয়ন দেওয়া হয়েছে।
ইসি কর্মকর্তারা বলছেন, সংসদ নির্বাচনের প্রার্থী হতে হলে যেকোনো এলাকার ভোটার হলেই হয়। ২০০৮ সালের ছবিযুক্ত ভোটার তালিকার সময় নানা কারণে ভোটার হতে পারেননি তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। এক্ষেত্রে ২৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। তার আগেই ভোটার হওয়ার বাধ্যবাধকতা থাকায় আজ ভোটার হতে ইসিতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.