এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ এবং কার্গো পৌঁছাতে বিলম্বের কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ কমে গেছে। এর ফলে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় আগামী তিন দিন গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রবিবার (২৮ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের সরবরাহ বিঘ্নিত হতে পারে। এই সময়ের মধ্যে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সার কারখানাসহ সব শ্রেণির গ্রাহকের লাইনে গ্যাসের চাপ কম থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে নিশ্চিত করেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.