ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে অ্যাডভেঞ্চার-৯ ও জাকির সম্রাট-৩ নামে দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
চাঁদপুর বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর বাবু লাল বৌদ্ধ জানান, ঘটনাস্থলে একজন মারা যান। পরে আরও একজন মারা যান। তাদের নাম-পরিচয় তিনি জানাতে পারেননি।
সদরঘাট নৌ থানার ওসি সোহাগ রানা বলেন, পাঁচ থেকে সাতজন নিহত হয়েছেন।
জানা যায়, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত ২টার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় নদীতে ঘন কুয়াশা ছিল।
দিক নির্ণয় করতে না পেরে লঞ্চটি ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন, পরে লঞ্চের ভেতরেই আরও কয়েকজন নিহত হন। পরে আরেকটি যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-৯ এর মাধ্যমে জাকির সম্রাট-৩ এর যাত্রীদের ঢাকায় পাঠানো হয়। তবে পথেই আরও এক যাত্রীর মৃত্যু হয়। তাদের নাম জানা যায়নি।
নৌ পুলিশের ঢাকা জোনের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনকে বলেন, দুই লঞ্চের সংঘর্ষে পাঁচ থেকে সাতজন নিহত হয়েছেন। আহত ১০-১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শিহাব সরকার জানান, দুটি উদ্ধারকারী দল ও একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়েছে। তারা সাত থেকে আটজন নিহত হওয়া খবর পেয়েছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.