পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানীগুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলী লিষ্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর ২৬তম বার্ষিক সাধারণ সভা গত বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি রুপালী হক চৌধুরী সভায় সভাপতিত্ব করেন এবং নব-নির্বাচিত সভাপতি রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
নির্বাহী কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক হামিদ ফেব্রিকস পিএলসি আবদুল্লাহ আল মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আমরা নেটওয়ার্কস লিমিটেড সৈয়দ ফরহাদ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি মো. কায়সার হামিদ, পরিচালক ন্যাশনাল ফিড মিল লিমিটেড আদিব হোসেন বাবুল, পরিচালক ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড জিয়াদ রহমান, কোম্পানি সেক্রেটারি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি মো. শরীফ হাসান।
এছাড়া নবনির্বাচিত নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, তালিকাভুক্ত কোম্পানিসমূহের প্রতিনিধিবৃন্দ এবং মহাসচিব মো. আমজাদ হোসেন এজিএম-এ উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.