কলকাতায় ভারত-সাউথ আফ্রিকা প্রথম টেস্টে মাঠের একটি ঘটনার পর বিতর্ক তৈরি হয়েছিল। সাউথ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে করা মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েন ভারতের জসপ্রিত বুমরাহ ও ঋষভ পান্ত। পরে সেই মন্তব্যের জন্য তারা ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন বাভুমা নিজেই। একই সঙ্গে, কোচ শুকরি কনরাডের একটি মন্তব্য নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রোটিয়া অধিনায়ক।
কলকাতায় ভারত-সাউথ আফ্রিকা প্রথম টেস্টে মাঠের একটি ঘটনার পর বিতর্ক তৈরি হয়েছিল। সাউথ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে করা মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েন ভারতের জসপ্রিত বুমরাহ ও ঋষভ পান্ত। পরে সেই মন্তব্যের জন্য তারা ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন বাভুমা নিজেই। একই সঙ্গে, কোচ শুকরি কনরাডের একটি মন্তব্য নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রোটিয়া অধিনায়ক।
ঘটনাটি ঘটে সাউথ আফ্রিকার ইনিংসের ১৩তম ওভারে। বুমরাহের শেষ বলে প্যাডে বল লাগার পর এলবিডব্লিউ আবেদন করা হয়, যদিও আম্পায়ার তা নাকচ করেন। রিভিউ নেয়া হবে কিনা, তা নিয়ে আলোচনার সময় বাভুমার উচ্চতা নিয়ে ‘বাওনা’ শব্দটি ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়।
এই প্রসঙ্গে বাভুমা ‘ক্রিকইনফো’তে লিখেন, ‘একটা ঘটনার কথা মনে আছে। ওরা নিজেদের ভাষায় আমাকে নিয়ে কোনও একটা মন্তব্য করেছিল। দিনের শেষে দু’জন সিনিয়র ক্রিকেটার, ঋষভ পান্ত এবং জসপ্রিত বুমরাহ আমার কাছে এসে ক্ষমা চেয়েছিল। ক্ষমা চাওয়ার সময় আমি তো বুঝতেই পারিনি কী নিয়ে কথা হচ্ছে। মিডিয়া ম্যানেজারের কাছে খোঁজ নিতে হয়েছিল। যা মাঠে হয়েছে তা মাঠেই থেকে গিয়েছে।’
সেই সিরিজে এই ঘটনার পাশাপাশি দ্বিতীয় টেস্টে কোচ শুকরি কনরাডের ‘গ্রোভেল’ শব্দ ব্যবহারের বিষয়েও আলোচনা হয়। গুয়াহাটি টেস্টের চতুর্থ দিনের শেষে দেওয়া এক মন্তব্যে শব্দটি ব্যবহার করায় বিতর্ক তৈরি হয়েছিল, কারণ ক্রিকেট ইতিহাসে শব্দটির সঙ্গে বর্ণবিদ্বেষমূলক প্রেক্ষাপট জড়িয়ে রয়েছে।
সে বিষয়ে বাভুমা লিখেছেন, ‘শুকরিকেও ‘গ্রোভেল’ মন্তব্যের জন্য অনেক সমালোচনা শুনতে হয়েছে। সাংবাদিক বৈঠকে আমাকেও চাপে পড়তে হয়েছিল। প্রথম বার শোনার পরেই মনে হয়েছিল কথাটার মধ্যে বিস্বাদ রয়েছে। তবে এটাও বুঝেছিলাম, একটা টেস্ট সিরিজ় কতটা উত্তেজক হতে পারে। আমার মনে হয়, শুকরি আরও ভালো শব্দ ব্যবহার করতে পারত। ও নিজেও সেটা স্বীকার করেছে।’



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.