বিপিএল শুরুর আগে মালিকানা প্রত্যাহারের আবেদন চট্টগ্রাম র‌য়্যালসের

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম রয়্যালসের মালিকানা রাখতে চাইছেন না ফ্র্যাঞ্চাইজিটির মালিক কাইয়ুম রাশেদ। বিসিবিকে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।

বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি সূত্র এমনটা নিশ্চিত করেছে। ‘বর্তমান পরিস্থিতিতে দল পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে’ এমন কারণ দেখিয়ে বিসিবির কাছে লিখিত আবেদন জমা দেন কাইয়ুম রাশেদ। আবেদনটি ২৫ ডিসেম্বর সকালে বোর্ডের কাছে পৌঁছেছে বলে জানা গেছে। এমন ঘটনার পর চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি নিয়ে আবারও বৈঠকে বসতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। অভ্যন্তরীণ আলোচনা শেষ হওয়ার পরই চট্টগ্রাম রয়্যালসের ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছে সেই সূত্র।

এবারের বিপিএলের নিলামে সবচেয়ে বেশি দাম দিয়ে নাইম শেখকে দলে ভেড়ায় চট্টগ্রাম। এক কোটি ১০ লাখ টাকায় তাকে দলে টানে চট্টগ্রাম। এ ছাড়া শেখ মেহেদী, তানভির ইসলাম, মির্জা তাহির বাগ, ক্যামেরন ডেলপোর্ট এবং কামরান গুলামের সঙ্গে নিলামের আগেই সরাসরি চুক্তি করে দলটি।

চট্টগ্রাম রয়্যালস-

সরাসরি চুক্তি- শেখ মেহেদী, তানভির ইসলাম, মির্জা তাহির বাগ, ক্যামেরন ডেলপোর্ট এবং কামরান গুলাম।

নিলাম থেকে- নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.