আবুধাবি নাইট রাইডার্সের অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং ব্যাটার শেরফান রাদারফোর্ডকে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে। ২২ ডিসেম্বর নাইট রাইডার্স মাঠে নেমেছিল শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে। ম্যাচটিতে শেষ পর্যন্ত ৪ উইকেটে হারতে হয়েছে নাইট রাইডার্সকে।
দুই অনফিল্ড আম্পায়ার ও ম্যাচ রেফারি সাইমন টাফেল ম্যাচের পরিস্থিতিগুলো মূল্যায়ন করে ম্যাচ শেষে দুজনকেই জরিমানা করেন। আইএল টি-টোয়েন্টি কতৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই দুই ক্রিকেটারের জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে।
আইএল টি-টোয়েন্টির এবারের আসরের দ্বিতীয়বারের মতো আর্টিকেল ২.২ ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন রাদারফোর্ড। এর ফলে তার ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। আচরণবিধি অনুযায়ী কোনো ক্রিকেটার যদি ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেট সরঞ্জাম, পোশাক বা অন্য কোনো কিছুর অপব্যবহার করেন তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ। যদিও রাসেল প্রথমবারের মতো শাস্তি পাওয়ায় তার ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। শারজাহর বিপক্ষে ব্যাট করতে ৩.৫ ওভারের মধ্যে ১০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে। ছয় নম্বরে নেমে রাদারফোর্ড ৪৪ বলে ৩৬ রানের ইনিংস খেলেছেন। এর মধ্যে চারটি চার এবং একটি ছয় মেরেছেন।
অন্যদিকে রাসেল ১২ বল খেলে ১৮ রান করেন। এই ইনিংসের পথে দুটি ছয় হাঁকান এবং দলকে ২০ ওভারে ১৩৪ রানে পৌঁছে দেন। সিকান্দার রাজার নেতৃত্বে শারজাহ শেষ বলে ৪ উইকেটের জয় নিশ্চিত করে। সমারসেট তারকা জেমস রুইয়ের ২৯ বলে ৪২ রানের ইনিংসে জয় নিশ্চিত করে শারজাহ। রাসেল চার ওভার বোলিং করলেও তিনি উইকেটশূন্য ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.