বাংলাদেশের ডিজিটাল ক্রীড়া সাংবাদিকতায় নতুন ইতিহাস তৈরি করেছে জনপ্রিয় স্পোর্টস প্ল্যাটফর্ম বিডিক্রিকটাইম। অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে এক কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করে দেশের ক্রিকেটভিত্তিক মিডিয়ার মধ্যে অনন্য অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এই সাফল্য উদযাপন উপলক্ষে বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। দেশের ক্রিকেটের তিন সাবেক অধিনায়কের উপস্থিতিতে বিডিক্রিকটাইমের এই অর্জন বিশেষ গুরুত্ব পায়।
২০১৫ সালে যাত্রা শুরু করা বিডিক্রিকটাইম প্রথমদিকে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি ছোট উদ্যোগ ছিল। ধারাবাহিক সংবাদ পরিবেশন, বিশ্লেষণধর্মী কনটেন্ট এবং পাঠকবান্ধব উপস্থাপনার মাধ্যমে এটি দ্রুতই ক্রিকেটপ্রেমীদের নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়। বর্তমানে প্রতিদিন বিপুলসংখ্যক পাঠক ও দর্শক এই প্ল্যাটফর্মের কনটেন্টের সঙ্গে যুক্ত হচ্ছেন।
অনুষ্ঠানে বক্তব্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ডিজিটাল মিডিয়ার প্রভাব এখন ক্রিকেট সংস্কৃতির ওপর সবচেয়ে বেশি। তিনি উল্লেখ করেন, এক কোটি দর্শক মানে বিশাল দায়িত্ব এবং ইতিবাচক, শিক্ষামূলক ও তথ্যভিত্তিক ক্রিকেট কনটেন্ট উপস্থাপনের ওপর জোর দেন। পাশাপাশি নারী ক্রিকেট, বয়সভিত্তিক ক্রিকেট ও জেলা পর্যায়ের ক্রিকেট কাভারেজ বাড়ানোর আহ্বান জানান।
বিডিক্রিকটাইমের প্রতিষ্ঠাতা ও এডিটর ইন চিফ মো. জাবেদ আলী বলেন, ছোটবেলা থেকেই ক্রিকেটের সঙ্গে থাকার স্বপ্ন ছিল তাঁর। অনলাইনে যাত্রা শুরু করে এক কোটি অনুসারীর এই সাফল্যে পাঠক-দর্শক ও টিমের অবদান অপরিসীম বলে তিনি উল্লেখ করেন।
এক কোটি অনুসারী অর্জনের এই সাফল্যে বিডিক্রিকটাইমকে অভিনন্দন জানিয়েছেন দেশের ক্রিকেট অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব ও সংগঠন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.