গণমাধ্যম ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) যৌথ উদ্যোগে ‘গুণীজন সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অষ্টমবারের মতো এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন বিআইডিএসের মহাপরিচালক অধ্যাপক ড. এ কে এনামুল হক এবং সঞ্চালনা করেন গণমাধ্যম সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ।
বুধবার (২৪ ডিসেম্বর) এমটিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অর্থনীতিসহ দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিন কৃতী গুণীজনকে সংবর্ধিত করা হয়। তারা হলেন বেসরকারি খাতের সফল উদ্যোক্তা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারে দুইবার দায়িত্ব পালনকারী উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী (মরণোত্তর), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী এবং টিকা উদ্ভাবন, পরীক্ষণ ও সংক্রামক রোগ গবেষণায় অবদান রাখা বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী।
সংবর্ধিত গুণীজনদের সম্মানে বক্তব্য দেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান, সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের পাঁচ শতাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, তিন গুণীজন নিজ নিজ ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন এবং তাদের অনুসরণ করেই বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করা উচিত। তিনি সৈয়দ মঞ্জুর এলাহীর ব্যবসায়িক অবদান, অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরীর গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে ভূমিকা এবং ড. ফিরদৌসী কাদরীর বৈজ্ঞানিক নিষ্ঠার কথা তুলে ধরেন।
ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী ছিলেন বিরল গুণের শিক্ষক, সৈয়দ মঞ্জুর এলাহী ছিলেন অসাধারণ ব্যক্তিত্ব এবং ড. ফিরদৌসী কাদরী প্রমাণ করেছেন যে বিজ্ঞান মানুষের কল্যাণের জন্য।
ড. হোসেন জিল্লুর রহমান বলেন, সজ্জনতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ—এই তিন গুণ অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরীর মধ্যে স্পষ্টভাবে বিদ্যমান ছিল। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথাও স্মরণ করেন।
আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহী নিভৃতে দেশের জন্য অসামান্য অবদান রেখেছেন এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তাঁর ভূমিকা ছিল অনন্য।
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন স্মৃতিচারণ করে বলেন, অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী অর্থনীতিকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করে শিক্ষার্থীদের শেখাতেন এবং তিনি ছিলেন উচ্চ নীতিবান ও সজ্জন মানুষ।
২০১৪ সাল থেকে গণমাধ্যম ও বিআইডিএস দেশের উন্নয়ন, গবেষণা ও নীতিনির্ধারণে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের ‘গুণীজন সংবর্ধনা’ প্রদান করে আসছে। এ ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হলো এর অষ্টম আয়োজন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.