সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখা ও উপশাখা ব্যবস্থাপকদের সঙ্গে প্রশাসক টিমের মতবিনিময়

সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার ও উপশাখা ইনচার্জদের সঙ্গে প্রশাসক টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গত সোমবার (২২ ডিসেম্বর) তারিখে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক মোঃ সালাহ উদ্দীন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও ব্যাংকের সহযোগী প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও সহযোগী প্রশাসক রওশন আক্তার। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার এবং উপশাখাসমূহের ইনচার্জবৃন্দ।

সভায় প্রশাসক টিমের সদস্যগণ শাখা ও উপশাখাসমূহের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তারা জানান, ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.