দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমন ঘিরে জনশৃঙ্খলা রক্ষা ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে তারেক রহমানের গমনাগমন পথ ও রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকায় সব ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। জননিরাপত্তার স্বার্থে তার যাতায়াতের নির্ধারিত রুটগুলোতে ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই রুটগুলোর মধ্যে রয়েছে- বিমানবন্দর থেকে জসিমউদ্দিন রোড, কুড়িল ফ্লাইওভার, ৩৬ জুলাই এক্সপ্রেস (পূর্বাচল), এভারকেয়ার হাসপাতাল এবং সেখান থেকে বনানী সড়ক ও কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে গুলশানের বাসভবন পর্যন্ত এলাকা।
অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এবং এর সংলগ্ন এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যে কোনো প্রকার ড্রোন উড়ানো নিষিদ্ধ থাকবে। ডিএমপি কমিশনারের এই আদেশ অমান্য করে অনুমোদনহীন ড্রোন উড়ালে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.