শনিবার পদত্যাগের ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

অ্যাটর্নি জেনারেলের পদ থেকে আগামী ২৭ ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ‍্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

বুধবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

গত ২১ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। পরে গত ২৩ ডিসেম্বর মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন শৈলকূপা উপজেলা বিএনপির নেতারা।

প্রসঙ্গত, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। পরে তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত‍্যাগ করেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.