এবার বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। মগবাজারের দলীয় কার্যালয়ে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
অলি আহমেদ বলেন, বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে। আমরা বিএনপিকে শর্ট লিস্ট দিয়েছিলাম ১৪ জনের। কিন্তু তারা গুরুত্ব দেয়নি। আমাদের নেতাকর্মীরা দুই ঘণ্টা বসার পরও মির্জা ফখরুল দেখা করেননি।
বিএনপির সাবেক এই নেতা বলেন, এলডিপিকে বাঁচাতে তারা (বিএনপি) অন্তত আমাদের শর্ট লিস্টকে বিবেচনায় নিতে পারত। আমরা তো বলিনি শর্ট লিস্টের সবাইকে দিতে হবে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এককভাবে সংসদ নির্বাচন করব।
এদিকে অলি আহমেদের সংবাদ সম্মেলনের আগে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন।
কর্নেল (অব.) অলি আহমেদ বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী। চারদলীয় জোট সরকারের আমলে জামায়াতে ইসলামীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে মন্ত্রিত্ব থেকে বঞ্চিত হন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপি সরকারের শেষ সময়ে তিনি বিএনপি ছাড়েন। পরে গঠন করে নতুন দল এলডিপি। তবে পরবর্তী সময়ে আওয়ামী লীগের তিন মেয়াদের সিংহভাগ সময় অলি আহমেদ বিএনপি জোটের সঙ্গেই ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.