নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে সুমন (২৪) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার সীমান্তের ২৩০ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়। সুমন পোরশা উপজেলার নিতপুর পুরাতন বাজার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মন্টু কামারের ছেলে।
জানা যায়, মঙ্গলবার সকালে সুমন অসাবধানতাবশত সীমান্তের নিকটবর্তী এলাকায় গেলে ভারতের স্থানীয়দের সহযোগিতায় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে ভারতের জগজীবনপুর বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে আটক রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, ঘটনাটি তিনি শুনেছি। ওই যুবককে দ্রুত ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.