ভ্যাট সংক্রান্ত অনলাইন কার্যক্রমের জন্য চালু হলো ইভ্যাট সিস্টেম

ভ্যাট সংক্রান্ত অনলাইনভিত্তিক সকল কার্যক্রমের জন্য বর্তমানে ইভ্যাট সিস্টেম ব্যবহৃত হচ্ছে। তবে iBAS++ (আইবাস) ও iVAS (আইভাস) নামের উচ্চারণের মিলের কারণে উদ্ভূত জটিলতা নিরসনের উদ্দেশ্যে iVAS System এর নাম পরিবর্তন করে আইভাস সিস্টেম করা হয়েছে। অর্থাৎ, iVAS System-এর সকল কার্যক্রম এখন থেকে ইভ্যাট সিস্টেম’র মাধ্যমে সম্পন্ন হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনলাইনভিত্তিক eVAT System-এর মাধ্যমে সম্পন্ন করা যায় নিম্নলিখিত কার্যক্রমসমূহ:

ভ্যাট সংক্রান্ত অনলাইনভিত্তিক নিবন্ধন কার্যক্রম। অনলাইনে মূসক রিটার্ন দাখিল। A-Challan ও e-Payment ভিত্তিক সকল কার্যক্রম।

রাজস্ব আদায়ে ভ্যাট সংক্রান্ত উপকরণ উৎপাদ সহগ (input-output coefficient) মূসক ৪ দশমিক ৩ এ দাখিল। PKI Software ভিত্তিক অ্যাপসের মাধ্যমে Realtime ভ্যাট আদায় কার্যক্রম।

অনলাইনভিত্তিক ভ্যাট সংক্রান্ত সকল কার্যক্রম eVAT System-এর মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্যে সিস্টেমটির অধিকতর ব্যবহার উপযোগী করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.