দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ১১ জনকে গ্রেফতার করেছে কা মেট্রোপলিটন পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া একই সময়ে তেজগাঁও থানা পুলিশ কর্তৃক আরও দুইজনকে গ্রেফতার করে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর রহমান (৩০), মো. জান্নাতুল নাঈম (২১), মো. ফয়সাল (২৪), ক্বারি মুয়াজ বিন আব্দুল রহমান (৩৩), জুবায়ের হোসাইন (২১), মো. আলমাস আলী (২৯), জুলফিকার আলী সৌরভ (২২), নিয়াজ মাহমুদ (২৮), মোহাম্মদ মাইনুল ইসলাম (২২), মো. হাসেম (২৬) ও আরাফাত ইয়াসিন (২৯)। এই হামলার ঘটনায় এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা ২৮। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত আনুমানিক সোয়া ১১টার দিকে একদল উগ্র জনতা কারওয়ান বাজারে প্রথম আলো ভবনের সামনে সমবেত হয়। তারা ভবনে ভাঙচুর, লুটপাট ও একপর্যায়ে অগ্নিসংযোগ করে। একই রাতে ফার্মগেটে দ্য ডেইলি স্টার কার্যালয়েও হামলা চালানো হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিস ভবনে আটকে পড়াদের উদ্ধার করে।
এই ঘটনায় গত রবিবার (২১ ডিসেম্বর) প্রথম আলো ও ডেইলি স্টার কর্তৃপক্ষ পৃথক মামলা দায়ের করে। সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশসহ বিভিন্ন ধারায় এই মামলাগুলো রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, লুট হওয়া অর্থ ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.