দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ফুডস

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স ফুডস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১৭ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ৯২ শতাংশ।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্রীণডেল্টা মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬৬ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ১৭ শতাংশ।

দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিমটেক্স, শাহজিবাজার পাওয়ার, এপেক্স ফুটওয়্যার, বিএসসি, ইস্টার্ণ লুব্রিকেন্টস, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।

 

 

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.