গ্যাস ব্যবস্থাপনায় ডিজিটাল নজরদারি জোরদারে পেট্রোবাংলা ও বিএমটিএফের চুক্তি

বাংলাদেশে গ্যাস ব্যবস্থাপনায় ডিজিটাল নজরদারি জোরদার এবং ভবিষ্যতে বিলিং সিস্টেম স্বয়ংক্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) একটি চুক্তি সই করেছে।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, বিএমটিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর, পেট্রোবাংলার সব পরিচালক এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার (২২ ডিসেম্বর) পেট্রোবাংলার বোর্ড রুমে সই হওয়া চুক্তির আওতায় পেট্রোবাংলার অধীন গ্যাস উৎপাদন ও বিপণন কোম্পানিগুলিতে ‘জিপিএস লোকেশনভিত্তিক গ্যাস মিটার ও মিটারিং স্টেশন মনিটরিং ম্যানেজমেন্ট সিস্টেম’ ডিজাইন, উন্নয়ন, বাস্তবায়ন, কমিশন এবং রক্ষণাবেক্ষণ করা হবে। পেট্রোবাংলার পক্ষ থেকে চুক্তিতে সই করেন সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) মো. আমজাদ হোসেন এবং বিএমটিএফ-এর পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল এ এস এম ফখরুল ইসলাম চৌধুরী।

পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রকল্প বাস্তবায়নের ফলে পেট্রোবাংলার অধীনে শিল্প প্রতিষ্ঠানগুলোতে ব্যবহৃত গ্যাসের চাপ, তাপমাত্রা ও পরিমাণ আরও সঠিকভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পাশাপাশি আরএমএস কক্ষে অবৈধ প্রবেশ রোধ, পালস মিসিং সমস্যা সমাধান এবং অতিরিক্ত লোড ব্যবস্থাপনাও কার্যকরভাবে করা যাবে।

এছাড়া এআই ও এলএলএম প্রযুক্তির প্রয়োগ ভবিষ্যতে গ্যাস বিলিং প্রক্রিয়াকে আরও স্বয়ংক্রিয় ও দক্ষ করবে। এর ফলে এলাকা ভিত্তিক সরবরাহ ব্যবস্থাপনা, ব্যবহার পরিমাপ এবং খাতে স্বচ্ছতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.