সর্বশক্তি দিয়ে এবারের নির্বাচনকে সফল করবে পুলিশ: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, সর্বশক্তি দিয়ে এবারের নির্বাচনকে সফল করবে পুলিশ তবে কঠোর পদক্ষেপ গ্রহণে নির্বাচন কমিশনের (ইসি) সমর্থন প্রয়োজন।

তিনি বলেন, সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারলে ইসিকে সহযোগিতা করা সম্ভব নয়

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে ডিসি-এসপিদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পুলিশ বদ্ধপরিকর। নির্বাচনের আগে সক্ষমতা অর্জন করতে পেরেছে পুলিশও। পুলিশের সক্ষমতা আছে সুষ্ঠু সুন্দর নির্বাচন করার।

এদিকে একই বৈঠকে জনপ্রশাসন সচিব এহছানুল হক বলেন, অতীতে জনপ্রশাসনের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সরকার কিংবা নির্বাচন কমিশনের সহযোগিতা এবং আশ্বাস পেলে যে কোনো চ্যালেঞ্জ নিতে সক্ষম মাঠ প্রশাসনও।

মাঠ প্রশাসনের সক্ষমতা প্রমাণে নির্বাচন কমিশনের কাছে প্রটেকশনও চেয়েছেন জনপ্রশাসন সচিব।

আর আইনের শাসন নিশ্চিত করতে ডিসি-এসপিদের কঠোর নির্দেশ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন (সিইসি) বলেন, যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না। আর তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি।

ডিসি-এসপিদের উদ্দেশে সিইসি আরও বলেন, আপনারা কাজ না করলে অথরিটি কাজ করবে না। আপনাদের বুঝিয়ে বলার কোনো দরকার নেই। আপনারা মাঠে দায়িত্ব পালন করেন। আপনারা ভালো জানেন।

যে দায়িত্ব কাঁধে এসে পড়েছে তার কোনো রকম বিচ্যুতি ঘটানোর কোনো সুযোগ নেই-এ কথা জানিয়ে সিইসি আরও বলেন, আইন সবার জন্য সমান, অপরাধী কাউকে ছাড় দিবেন না। আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। খারাপ নির্বাচনের অপবাদ ঘুঁচিয়ে দিতে চায় এ নির্বাচনের মাধ্যমে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.