২০২৫ সাল রোহিত শর্মার জন্য ছিল বেশ সফল। বর্তমানে আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এই ব্যাটার বছরজুড়ে ভারতের হয়ে ১৪টি ওয়ানডে ম্যাচে করেন ৬৫০ রান। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে দুটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি।
বিশেষ করে অক্টোবরে অস্ট্রেলিয়া সফরটি রোহিতের ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায় হয়ে ওঠে। ওই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে তিনি ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ নির্বাচিত হন। সেই পারফরম্যান্সের ফলেই প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছান তিনি। এই সফরের আগে রোহিতের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন, অস্ট্রেলিয়া সফরই হয়তো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের গতিপথ নির্ধারণ করবে।
যদিও রোহিত নিজেই সেই ধারণা ভেঙে দেন। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার জীবনটা অনেকটা উড়োজাহাজের মতো। শুরুটা কঠিন ছিল, কিন্তু একবার গতি পাওয়ার পর প্লেনটা যে উচ্চতায় উঠেছে, এখনো নিচে নামেনি। আমি চাই না, সেই প্লেনটা এখনই নামুক।’
আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ঘরোয়া বিজয় হাজারে ট্রফিতে অংশগ্রহণ, সব মিলিয়ে রোহিত যে ওয়ানডে ক্রিকেটে নিজের পথচলা আরও দীর্ঘ করতে প্রস্তুত, তা স্পষ্ট। ফিটনেসে পরিবর্তন এনেছেন রোহিত। অস্ট্রেলিয়া সফরের আগে প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন তিনি, যার ইতিবাচক প্রভাব দেখা গেছে তার সাম্প্রতিক পারফরম্যান্সে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.