ভোট যত কাছে আসবে, সব ভয় কেটে যাবে: সিইসি

নির্বাচন উপলক্ষে সময়ের সঙ্গে সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোট যত কাছে আসবে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও আরো উন্নতি ঘটবে। সব ভয় কেটে যাবে এবং সবাই খুশি মনে এই ভোটে অংশগ্রহণ করবেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে গতকাল আমরা যে বৈঠক করেছি, সেখান থেকে এসে জাতিকে আমরা জানিয়েছি যে সুন্দরভাবে একটি ভোটের আয়োজন করতে আমরা সকলে মিলে কাজ করবো এবং ইনশা আল্লাহ সেটাই হবে।

সোমবার রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশে প্রথমবারের মত উদ্যোগ নেওয়া হাইব্রিড পোস্টাল ভোট ব্যবস্থাটি ভবিষ্যতে বিশ্বের সকলের জন্য একটি আদর্শ হয়ে থাকবে। এই প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালট এর মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশীরা যারা ভোট দিতে চান, তাদের জন্য ভোটের ব্যবস্থা করেছি। গত ৫৪ বছরে যে জিনিসটা হয় নাই, আমরা সেই উদ্যোগটাই নিয়েছি। কেননা আমাদের প্রধান উপদেষ্টা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন, আর আমরাও সেই একই প্রতিশ্রুতিকে ধারণ করি।

যত দিন যাবে, এটা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আমাদের সিস্টেমটার আরও ডেভেলপ করবে এবং আগামীতে যখন নির্বাচন হবে, এটা তখন আরও উন্নততর হবে। এর আওতা আরও বৃদ্ধি পাবে।

প্রথমবারের মতো এই পদ্ধতি চালু করতে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই পদ্ধতি চালু করতে বহু রকমের চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো যাতে সঠিকভাবে সমাধান করা যায়, আমরা বহুদিন ধরে তা নিয়েই কাজ করে যাচ্ছি। এ জন্য বহু বিশেষজ্ঞের, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট ও দেশি-বিদেশি আইসিটি কোম্পানিগুলোর সাহায্য নিয়েছি। আমরা আইএফএস থেকে আরম্ভ করে ইউএনডিপি- সব কনসাল্ট্যান্টদের সহায়তা নিয়েছি। যেখানেই সমস্যা হয়েছে, আমাদের বিশেষজ্ঞরা সেটা নিয়ে কাজ করে তা সমাধান করেছেন।

তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শন করে কাজের পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে সিইসি বলেন, আজ মেইল প্রসেসিং সেন্টারে আপনারা দেখেছেন যে সকলেই খুব উৎসাহিত হয়ে দ্রুতগতিতে কাজ করছে। তারাও খুব আনন্দ পাচ্ছে যে দেশের জন্য তারা একটা অবদান রাখতে পারছে। দেশে ভোট একটা উৎসবের মতো করে অনুষ্ঠিত হবে। বর্তমানে ইসির প্রতি মানুষের আস্থা তো আছেই, ভবিষ্যতে তা আরো বাড়বে। কারণ সকলেই দেশের ভালো চায়, একটা সুষ্ঠু নির্বাচন চায়।

ইতোমধ্যে প্রায় ৫ লাখ ৭৫ হাজার মানুষ পোস্টাল ভোট এর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আর তিন দিন বাকি আছে। এই তিন দিনে রেজিস্ট্রেশনের সংখ্যা আরো অনেক বাড়বে। আজ দুপুরে তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.