বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের রেকর্ড

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের রেকর্ড সৃষ্টি হয়েছে। সোমবার প্রতি আউন্স স্পট গোল্ডের দাম পৌঁছেছে ৪ হাজার ৩৮৩ দশমিক ৭৩ ডলারে, যা ইতিহাসের সর্বোচ্চ। মূলত মার্কিন ফেডারেল রিজার্ভের দেয়া সুদের হার কমানোর পূর্বাভাস এবং বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় এ বৃদ্ধি দেখা গেছে।

সোমবার (২২ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ কমিয়েছে। বিনিয়োগকারীরা ধারণা করছেন, ২০২৬ সালের মধ্যে আরো দুবার সুদের হার কমানো হতে পারে। সাধারণত সুদের হার কমলে সঞ্চয়ী আমানতের তুলনায় বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণ বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৬৭ শতাংশ বেড়েছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা, বাণিজ্য যুদ্ধ এবং বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রচুর পরিমাণে স্বর্ণ কেনা এই দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। পাশাপাশি মার্কিন ডলারের মান কিছুটা কমে যাওয়ায় বিদেশী ক্রেতাদের কাছে স্বর্ণ কেনা আরো সাশ্রয়ী হয়ে উঠেছে। যা চাহিদা বাড়াতে সাহায্য করেছে।

বর্তমানে বিশ্বজুড়ে অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিতে নিরাপদ সম্পদ বা ‘সেফ হ্যাভেন’ হিসেবে সোনাকে বেছে নিচ্ছেন বিনিয়োগকারীরা। ফেডের পরবর্তী পদক্ষেপের ওপর ভিত্তি করে সামনের দিনগুলোয় স্বর্ণের দাম আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.